আমাদের সম্পর্কে-
সোনাতলা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) বগুড়া জেলার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষায় নিয়োজিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বুনিয়াদী প্রশিক্ষণ প্রদান করাই এ প্রতিষ্ঠানের মূল দায়িত্ব। বাংলাদেশের প্রাথমিক শিক্ষার শিক্ষকদের প্রশিক্ষণের জন্য পিটিআই একটি অপরিহার্য প্রতিষ্ঠান। বর্তমানে প্রাথমিক শিক্ষকদের জন্য দেড় বছর মেয়াদী ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) কার্যক্রম চলমান রয়েছে। ডিপিএড প্রশিক্ষণের পূর্বে পিটিআই তে শিক্ষকদের জন্য ১ বছর মেয়াদী সার্টিফিকেট ইন এডুকেশন (সি.ইন.এড) কোর্স পরিচালিত হয়ে এসেছে। বর্তমানে চলমান ডিপিএড কোর্সটি সি.ইন.এড কোর্সটিরই পরিমার্জিত রূপ যেখানে শিক্ষকদের সমসাময়িক চাহিদাকে প্রাধান্য দিয়ে আন্তর্জাতিক মানমস্পন্ন শিক্ষাক্রম প্রস্তুত করা হয়েছে। এ কোর্সটি পরিচালনায় পিটিআই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে এবং একই সাথে প্রশাসনিক ও একাডেমিক কার্য সম্পাদনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর(ডিপিই), জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি(নেপ), আইইআর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জেলা প্রশাসনের সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছে। ডিপিএড প্রশিক্ষণ ছাড়াও এ প্রতিষ্ঠান অন্যান্য প্রশিক্ষণ, কর্মশালা, মত বিনিময় সভা পরিচালনা করে থাকে। এ প্রতিষ্ঠানের আওতাভূক্ত রয়েছে ৩টি উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) এগুলো হচ্ছে ইউআরসি সোনাতলা, ইউআরসি শিবগঞ্জ ও ইউআরসি সারিয়াকান্দি।
পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়:
এ প্রতিষ্ঠানের অভ্যন্তরে রয়েছে একটি পরীক্ষণ বিদ্যালয়। আধুনিক ও সমসাময়িক শিখন-শেখানো পদ্ধতি ও কৌশলের ব্যবহার পরীক্ষণ বিদ্যালয়টিতে অন্যান্য সাধারণ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ভিন্নতা দান করেছে। এই বিদ্যালয়ের জন্য রয়েছে ৬ জন শিক্ষক-শিক্ষিকা। প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় নবতর ধ্যান-ধারণা ও পদ্ধতিসমূহ পরীক্ষণ বিদ্যালয়ে বাস্তবভিত্তিক প্রয়োগ করা হয়ে থাকে। মূলত এ বিদ্যালয়টি সমসাময়িক শিখন-শেখানো পদ্ধতি ও কৌশল চর্চার একটি চারণক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়। পিটিআই সোনাতলা সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়টি সোনাতলা উপজেলার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। প্রতি বছর এ বিদ্যালয় থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ট্যালেন্টপুল সহ সাধারণ বৃত্তি পেয়ে এ প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করছে। প্রশিক্ষণের নানাবিধ শিখন-শেখানো কৌশল চর্চার মাধ্যমে এ প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থী ও পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থী উভয়েরই মান উন্নয়নের সুযোগ রয়েছে।
পিটিআই এর অন্তর্ভুক্ত ইউআরসি-
উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন পরিচালিত মাঠপর্যায়ের একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বিষয়ভিত্তিক ও অন্যান্য চাকুরিকালীন প্রশিক্ষণ বাস্তবায়ন করছে। মূলত যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দৈনন্দিন শিখন-শেখানো কার্যক্রমের গুণগত মানোন্নয়নই ইউআরসি প্রতিষ্ঠার মূল লক্ষ্য। প্রত্যেক ইউআরসির দায়িত্বে রয়েছেন একজন ইউআরসি ইন্সট্রাক্টর।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন পরিচালিত প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) ইউআরসির স্থানীয় নিয়ন্ত্রনকারী কর্তৃপক্ষ হিসেবে কাজ করে। পিটিআই এর তত্ত্বাবধানে ইউআরসিতে বিভিন্ন বিষয় ভিত্তিক ToT প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। পিটিআই সুপারিনটেনডেন্ট ইউআরসি পরিদর্শন করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দান করেন। এছাড়াও পিটিআই এ প্রতিষ্ঠানের দাপ্তরিক বিভিন্ন ফাইল, প্রতিবেদন উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ সহ ইউআরসির স্বাভাবিক কার্যক্রম তদারকী করে এবং প্রয়োজনীয় ফলাবর্তন প্রদান করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস